এক নজরে

ATK Mohun Bagan: বাগানের কোচ হওয়া প্রায় নিশ্চিত জুয়ান ফেরান্দোর

By admin

December 20, 2021

কলকাতা ব্যুরো: হাবাসের বদলি হিসেবে কার্যত জুয়ান ফেরান্দোকেই বেছে নিলেন এটিকে মোহনবাগান কর্তারা। ক্লাবের তরফ থেকে সরকারি ঘোষণা না হলেও মোহনবাগানের কোচ হিসেবে জুয়ান ফেরান্দো চূড়ান্ত হয়ে গিয়েছেন। টুইট করে জুয়ানের দলবদলের খবর নিশ্চিত করে দিয়েছেন এফসি গোয়ার মালিক অক্ষয় ট্যান্ডন।

গত বছর গোয়া দলের কোচের দায়িত্ব নিয়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছিলেন জুয়ান। হুগো বুমোসদের নিয়ে বহু ম্যাচেই নাচিয়ে ছেড়েছিলেন প্রতিপক্ষকে। ইন্ডিয়ান সুপার লিগ, ডুরান্ড কাপ, সুপার কাপে চ্যাম্পিয়ন করেছেন দলকে। এএফসি চ্যাম্পিয়নস লিগে শক্তিশালী আল রায়ানকে রুখেও দিয়েছেন।

রবিবার দুপুরেই এফসি গোয়ার থেকে রিলিজ অর্ডার চেয়েছেন জুয়ান। দলের কর্ণধার অক্ষয় ট‍্যান্ডন টুইটে জানিয়েছেন, কোচের এই দলবদলে আমি বিরক্ত কারণ জুয়ান কোনও আলোচনার জায়গার সুযোগ না দিয়েই রিলিজ চেয়েছেন। মোহনবাগানের তরফে অ্যাকাউন্টে রিলিজ মানি ঢুকলেই কোচকে ছেড়ে দেবে দল৷

যদিও এটিকে মোহনবাগান এখনও নতুন কোচ নিয়ে কিছু জানায়নি। মঙ্গলবার নর্থইস্টের বিরুদ্ধেও হাবাসের প্রাক্তন ডেপুটি ম্যানুয়েলই অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে বেঞ্চে থাকবেন। সেক্ষেত্রে জুয়ানকে নিয়ে এলে স্প্যানিস হওয়ার দরুণ দলের স্প্যানিস স্টাফেদের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না। দ্বিতীয়ত, গোয়া দলের সঙ্গে থাকায় আলাদা করে কোয়ারেন্টাইনে থাকতে হবে না তাঁকে। ফলে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারবেন ৷

এছাড়াও কানাঘুষো শোনা যাচ্ছে, হাবাসকে নিয়ে ফুটবলারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সাজঘরের ব্যাটন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, তিরিদের হাত থেকে দলে নতুন যোগ দেওয়া বুমোস,অমরিন্দারের হাতে চলে গিয়েছে। অন্যদিকে, পরপর কয়েকম্যাচে জয়ের মুখ দেখেনি গঙ্গাপাড়ের ক্লাব৷ ফলে যা অবস্থা, মূলপর্বে যেতে হলে পরবর্তী ম্যাচগুলিতে ভালো ফল করতেই হবে রয় কৃষ্ণা-মনবীর সিংদের। এই অবস্থায় জুয়ান দায়িত্ব নিয়ে বাগানে ফুল ফোটাতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা।