কলকাতা ব্যুরো: দুদিনের সফরে বুধবার কলকাতা এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন বিমানবন্দরে নামার পর তাকে ঘিরে উচ্ছাস দেখা যায় বিজেপি সমর্থকদের মধ্যে।
মুকুল রায়, দিলীপ ঘোষের মতো নেতাদের সঙ্গে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন বিজেপি সমর্থকরা।আজ দুপুরে ভবানীপুর বিধানসভা এলাকা থেকে তার সাংগঠনিক প্রচার শুরু করবেন নাড্ডা।
তিনি বেশ কয়েকটি জেলায় নির্বাচনের জন্য দলীয় অফিস উদ্বোধন করবেন কলকাতা থেকেই। ভার্চুয়ালি উদ্বোধন হবে উলুবেরিয়া, ঝারগ্রাম, বর্ধমান সদর, আসানসোল, বিষ্ণুপুর, বারুইপুর, রানাঘাট, মালদা এবং বালুরঘাটে দলীয় অফিসের।
ভবানীপুরে প্রায় এক ঘন্টা সম্পর্ক কর্মসূচি করার পর তার কালীঘাট মন্দিরে পূজো দেওয়ার কথা। আগামীকাল ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় রয়েছে বিজেপির এই শীর্ষ নেতা দলীয় কর্মসূচি।