এক নজরে

ভবানীপুর থেকে প্রচার শুরু জে পি নাড্ডার

By admin

December 09, 2020

কলকাতা ব্যুরো: ভবানীপুর থেকে প্রচার শুরু করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন ভবানীপুরে বাড়ি বাড়ি ঘুরে ‘আর নয় অন্যায়’ কর্মসূচির প্রচার চালান নাড্ডা। তার পরেই তিনি যান কালীঘাট মন্দিরে পুজো দিতে। যদিও হেস্টিংসে বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়ি পৌছতেই একদল লোক তাকে কালো পতাকা দেখান। কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে স্লোগান তোলা হয়। পুলিশের সংখ্যা সেখানে কম থাকায় রীতিমতো দুপক্ষই একে অপরের দিকে তেড়ে যেতে চেষ্টা করে। শুরু হয় হাতাহাতিও। যদিও দ্রুত পুলিশ দু পক্ষকে দুদিকে সরিয়ে দেয়।

বিজেপির সর্বভারতীয় সভাপতি এ দিন কলকাতায় বসেই বেশ কয়েকটি জেলায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন। কলকাতা আইটি সেল ভবনের উদ্বোধন করেন তিনি। বিজেপি যে আগামী বিধানসভা নির্বাচনে একেবারে কোমর বেঁধে তৃণমূলের বিরুদ্ধে নামছে তার প্রমাণ দিতেই যেন এদিন বিজেপি সভাপতির সংগঠনিক প্রচার শুরু করল ভবানীপুর বিধানসভা এলাকা থেকে।

সেখানে দীর্ঘক্ষন কাটিয়ে পরে তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। সেখানেও বেশ কিছুক্ষন সময় কাটান বিজেপির সভাপতি।তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন হেস্টিংস ভবনে। মূলত একেবারে তলায় থাকা বুধ ভিত্তিক কমিটি গুলির সঙ্গে কথা বলতেই এদিন পরিকল্পনা ছিল জে পি নাড্ডার।

বিজেপি সূত্রে খবর, সমাজের একেবারে নিচতলায় থাকা মানুষদের কাছে বিজেপির কাজের প্রচার কিভাবে করা হবে, সে ব্যাপারে সভাপতি দলীয় নেতাদের বুঝিয়ে দেন। তার নির্দেশ, আরো বেশি করে জনসংযোগ করতে হবে।

তাই বুথ কমিটিগুলোকে একেবারে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির উন্নয়নের প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিজেপি সভাপতি ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় প্রচার যাবেন।