এক নজরে

জে পি নাড্ডা করোনা আক্রান্ত

By admin

December 13, 2020

কলকাতা ব্যুরো: তার রাজ্য সফর নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। এরইমধ্যে করোনা ধরা পড়ল বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা র। তিনি নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন।

তার বক্তব্য অনুযায়ী, করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। সামান্য কিছু উপসর্গ দেখা যাচ্ছে। তবে আমার শরীর ঠিক আছে। চিকিৎসকদের পরামর্শ শুনে বাড়িতেই রয়েছি। এর পরেই তিনি, যারা সম্প্রতি তার কাছাকাছি এসেছেন তাদের পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। জেপি নাড্ডা চার দিন আগে তার এ রাজ্যে সফরে ডায়মন্ড হারবার যাওয়ার সময় যেভাবে কনভ য়ে আক্রমণ হয় তা নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম। এরইমধ্যে তার করোনা ধরা পরার খবরে এ রাজ্যের বিজেপি নেতারা তাই এখন হিসেব কষতে বসেছেন, ওই দু দিন কে কতটা দলের এই শীর্ষ নেতার কাছাকাছি ছিলেন।