কলকাতা ব্যুরো: সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বদলে আগামী সপ্তাহে কলকাতায় আসছেন অমিত শাহ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই সফর মূলত সাংগঠনিক কারণে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ এ রাজ্যে আসায় এখন বিষয়টা অন্য মাত্রা পেয়েছে। ৫ ও ৬ নভেম্বর তার এই সফর। বিজেপি সুত্র অবশ্য বলছে, জেপি নাড্ডার যে সব কর্মসূচি ছিল, সেই একই কর্মসূচিতে যোগ দেবেন শাহ। মূলত সাংগঠনিক দিক খতিয়ে দেখে ত্রুটি-বিচ্যুতি ঠেকাতেই, এবার বাংলা সফর বলে খবর বিজেপি সূত্রে।

প্রথম দিন কলকাতায় সংগঠন নিয়ে বৈঠক করার পরের দিনই তার জেলায় যাওয়ার কথা। একদিকে ঝারগ্রাম সহ জঙ্গলমহলে বাড়তি নজর দিতে চাইছে বিজেপি। কেননা গত লোকসভা ভোটে বিজেপিকে এরাজ্যে বাড়তি অক্সিজেন যুগিয়েছে জঙ্গলমহলের জেলাগুলি। সে ক্ষেত্রে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে আরও বেশি করে নজর দেওয়ার জন্য সংগঠনকে নির্দেশ দিতে পারেন দলের হেভিওয়েট নেতা অমিত শাহ। ওইদিনই তার বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর নিয়ে পৃথক বৈঠক করার কথা। এই দুই জেলা এখন যথেষ্ট ভাবেই বিজেপির প্রভাব বাড়ছে। তাই আগামী বিধানসভা ভোটে একদিকে জঙ্গলমহলের জেলাগুলির পাশাপাশি, বর্ধমান নিয়ে আলাদা নজর দিতে চাইছে কেন্দ্রের শাসক দল।

এর আগে জেপি নাড্ডার ৬ নভেম্বর দুদিনের সফরে কলকাতায় আসার কথা ছিল। আবার তারও আগে গত ১৯ অক্টোবর শিলিগুড়িতে বৈঠক করতে আসার কথা ছিল অমিত শাহর। কিন্তু সেখানে শেষ মুহূর্তে শাহর বদলে জেপি নাড্ডা উপস্থিত হয়ে সাংগঠনিক বৈঠক করেন। আর এবার জে পি নাড্ডা র বদলে কলকাতায় হাজির হচ্ছেন অমিত শাহ। শাহ র এবারের সফর আরো অন্য কারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কেননা গত কয়েকদিন ধরে এ রাজ্যের বিজেপি নেতারা লাগাতার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইন শৃংখলার অবনতিতে অভিযোগ নিয়ে নালিশ করছেন। আবার রাজ্যপাল জগদীপ ধনকার রীতিমতো রিপোর্ট দিয়ে এ রাজ্যে যে আইন শৃংখলার অবনতিতে অভিযোগ করে রাষ্ট্রপতি শাসনের পক্ষে রিপোর্ট দিয়েছেন বলে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আবার দু’দিন আগেই রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একঘণ্টা বৈঠক করে আসেন। তিনি সেখানে কিছু রিপোর্ট দিয়েছেন রাজ্য সম্পর্কে।

এই গোটা ঘটনাক্রমের সাত দিনের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর, তাই সাংগঠনিক কারণে হলেও কিছুটা হলেও প্রশাসনিক তাৎপর্য আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Share.
Leave A Reply

Exit mobile version