এক নজরে

জো রুটের সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরি

By admin

February 05, 2021

কলকাতা ব্যুরো: চেন্নাইয়ের চিপকে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। করোনা পরিস্থিতিতে ৩৩০ দিন পর ফের আন্তর্জাতিক ক্রিকেট ফিরল ভারতে। তবে মাঠে দর্শক ও সাংবাদিকদের প্রবেশাধিকার নেই।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। টস জিতলে বিরাট কোহলি এই পিচে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন। এর আগে চেন্নাইয়ে টেস্টে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ৯ বার। ইংল্যান্ড জিতেছে তিনবার। শেষ তিন পারস্পরিক সাক্ষাৎ-সহ পাঁচবার জিতেছে ভারত। একটি টেস্ট ড্র হয়েছিল। ২০১৬ সালে শেষবার চেন্নাই টেস্টে দুই দল মুখোমুখি হয়।  করুণ নায়ারের অপরাজিত ৩০৩ রানের সুবাদে ইনিংস ও ৭৫ রানে জেতে ভারত । ১৯৮৪-৮৫ মরশুমের পর এই মাঠে টেস্ট জেতেনি ইংল্যান্ড।

তবে ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ড ব্যাটিং দাপট দেখাতে থাকে, বুমরা-ইশান্ত কেউ ওপেনার ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের পথ দেখাতে পারেনি। অশ্বিনের হাতেই উইকেটের খাতা খোলে টিম ইন্ডিয়া।

প্রথম দিনের শেষে রুট (১২৮) ও সিবলি(৮৩)-র অনবদ্য ব্যাটিং দৌলতে ৩ উইকেটে‌ ২৬৩ রান‌ করে। বুমরা ২টি ও অশ্বিন একটি উইকেট পায়।