কলকাতা ব্যুরো: দিল্লিতে কৃষকদের সমর্থনে আসানসোলের বিভিন্ন এলাকায় হল মিনি বিক্ষোভ।
কেন্দ্রের কৃষক বিরোধী কৃষি বিলের প্রতিবাদে ও দিল্লিতে আন্দোলনরতো কৃষকদের সামর্থনে আজ ট্রাকটার মিছিল বের হয় আসানসোলসহ বার্নপুর ও পান্ডবেশ্বর অঞ্চলে। বার্নপুরে ট্রাকটর মিছিল বার করে বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি, আসানসোল কালিপাহাড়ি থেকে সি, পি, এম ও কংগ্রেসের ট্রাকটর মিছিল বের হয়, শেষ হয় আসানসোল শহরে।

পাণ্ডবেশ্বেরের পঞ্চপাণ্ডবের বালিঘাট থেকে বের হয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে ট্রাকটর মিছিল। শেষ হয় পাণ্ডবেশ্বর স্টেশনে। ডিল ছোঁড়া দূরত্ব বজায় রেখে ব্লক সভাপতি নরেন চক্রবর্তী অন্য একটি অনুষ্টানে উপস্থিত থাকলেও, বিধায়কের ট্রাকটর ৱ্যালিতে ছিলেন অনুপস্থিত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ট্রাকটর মিছিল ছিল আদপে জিতেন্দ্রর হারানো জমি পুনঃরুদ্ধরের চেষ্টা l

Share.
Leave A Reply

Exit mobile version