এক নজরে

মেয়র হলেন প্রশাসক

By admin

October 15, 2020

কলকাতা ব্যুরো: প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি আসানসোল পুরনিগমের প্রশাসক নিযুক্ত হাওয়ায় আসানসোল পুরনিগম আজ ছিল অকাল হোলির মেজাজে l এদিন জিতেন্দ্র তিওয়ারি পুরনিগমে আসার অনেক আগে থেকেই দলীয় সমর্থক ও পুর এলাকার মানুষ তাকে শুভেচ্ছা জানাতে পুরনিগমে ভিড় করেন l

বেলা সাড়ে বারোটা নাগাদ জিতেন্দ্র তিওয়ারি পুরনিগমে এলে সবুজ আবির আর ব্যান্ড পার্টির শব্দে পুরনিগম চত্ত্বর অকাল হোলির রূপ নেয় l মালা ও পুস্পস্তবকে প্রিয় নেতাকে অভিনন্দন জানান উপস্থিত সকলে l জিতেন্দ্র তেওয়ারি সকলকে শুভেচ্ছা জানিয়ে আশ্বাস দেন নাগরিক পরিষেবা আগের মতোই চালু থাকবে l গত ১৪ অক্টোবর বিদায়ী বোর্ডের মেয়াদ শেষ হয় l