কলকাতা ব্যুরো: দুই নয়,তাদের তৈরি এক ডোজেই শরীরে করোনার এন্টিবডি তৈরি হবে। এমনই দাবি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা জনসনের। এর ফলে খরচও অনেকটা বাড়বে বলে দাবি ওই সংস্থার। ইতিমধ্যেই ট্রায়ালের ব্যাপারে অনেককেই এগিয়ে গিয়েছে ওই সংস্থার তাদের ট্রায়াল সফল হয়েছে বলেও দাবি ওই মার্কিন সংস্থার।