এক নজরে

৫ নাবালককে দোতলা থেকে ছুঁড়ে ফেলে দিলেন মহিলা

By admin

November 02, 2020

কলকাতা ব্যুরো: ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ একটি বাড়ির উপর থেকে পাঁচ নাবালককে ছুড়ে মাটিতে ফেলে দিলেন এক মহিলা। এমন অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। ওই নাবালকদের বাঁচাতে গিয়ে বুধন মন্ডল নামে এক যুবক জখম হয়েছেন। যে পাঁচজনকে ফেলে দেওয়া হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, সাহেবগঞ্জ এর বিহারীলাল মন্ডল ভবন নামে ওই বাড়ির তিনতলার ঘরে বসে সেসময় গোটা দশেক নাবালক টিভি দেখছিল। হঠাৎ এই মহিলা গিয়ে ঘর থেকে তাদের পাঁচজনকে কিছু দেখানোর নাম করে বারান্দায় নিয়ে যান। তারপরে তাদের একে একে ওখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। এখনো পর্যন্ত কোন পরিবার থানায় অভিযোগ দায়ের করেনি। মহিলার মানসিক স্থিরতা নিয়ে প্রশ্ন রয়েছে পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় তলব করেছে।