এক নজরে

আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

By admin

September 04, 2020

কলকাতা ব্যুরো: জয়েন্ট এবং নিট পরীক্ষা স্থগিত করার দাবিতে সুপ্রিম কোর্টের আগের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ দিন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদের করা আবেদন খারিজ করেন।

আদালতের পর্যবেক্ষণ, এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যার জন্য ওই পরীক্ষা স্থগিত করা যেতে পারে। আদালতের মতে, মহামারী পরিস্থিতি চলছে। কিন্তু জীবন থেমে থাকবে না। ছেলেমেয়েদের এগিয়ে যেতে হবে এই পরিস্থিতির মধ্যেই। ফলে পরীক্ষা স্থগিত করা হলে সেক্ষেত্রে ক্ষতি হবে সেইসব পড়ুয়াদের। জয়েন্ট এন্ট্রান্স এর অনেকগুলি পরীক্ষাই হয়ে গিয়েছে। যদিও পরীক্ষা শুরুর আগেই তা স্থগিত রাখার জন্য ছয় রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল সুপ্রিমকোর্টের কাছে।

পশ্চিমবঙ্গ ছাড়াও রাজস্থান, মহারাষ্ট্র, ছত্রিশগড়, পাঞ্জাব এবং ঝাড়খণ্ডের মত রাজ্য গুলি আবেদন করেছিল। এর আগে পৃথক ভাবে একই ইস্যুতে আবেদন করা হয়েছিল সুপ্রিমকোর্টে। কিন্তু ১৭ আগস্ট বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ করে দেন। ২ সেপ্টেম্বর অবসর নেন বিচারপতি মিশ্র। তারপরেই বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে নতুন বেঞ্চ গঠন করা হয়েছিল এই মামলাটি শোনার জন্য। এখন সুপ্রিমকোর্ট আবেদন খারিজ করে দেওয়ায় এ ব্যাপারে যে আর কিছুই করার নেই তা মানছেন মামলাকারীদের আইনজীবীরা।

যদিও জয়েন্ট এবং নিট পরীক্ষা পিছনর দাবিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে যে বিজেপি বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল, প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার একটা ইস্যু ছিল তাদের হাতে। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ায়, আদবে খুব বেশি মোদি সরকার কে সমস্যায় ফেলার সুযোগ থাকলো না বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও তাদের একাংশের বক্তব্য, নিট পরীক্ষা স্থগিত করা না গেলেও আগামী দিনে এমন বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যদি এভাবেই বিরোধী মঞ্চ জোট বাঁধতে পারে সে ক্ষেত্রে কেন্দ্রের সরকার বিরোধিতার একটা মঞ্চ তৈরি হতে পারে।