কলকাতা ব্যুরো: জেইই-নিট পিছনোর দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে মামলায় একেবারে সামনে এগিয়ে গেলো বাংলা। ওই দুই পরীক্ষা পিছনোর জন্য সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করলো রাজ্য। সেই মামলার আবেদনকারী হিসেবে নাম রয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের।

আবার এই একই ইস্যুতে সুপ্রিম কোর্টের আগের নির্দেশ পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে আবেদন করলো অবিজেপি ছয় রাজ্য। গত ১৭ আগস্ট কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর সঙ্গে এই ইস্যুতে বৈঠকে যোগ দেওয়া সাতটি রাজ্যই ওই রিভিউ পিটিশনে আবেদন করেছে।

জেইই-নিট পরীক্ষা সেপ্টেম্বর মাসে নেওয়ার কেন্দ্রের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আবেদন নিয়ে আগেই জনস্বার্থ মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় শীর্ষ আদালত পরীক্ষা পিছনোর আবেদন খারিজ করে দেয়। ফলে পূর্ব ঘোষণা মতো আগামী মাসেই ওই পরীক্ষা হওয়ায় আর বাধা ছিল না।

কিন্তু কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই সনিয়া গান্ধী বিজেপি বিরোধী রাজ্যগুলিকে নিয়ে এই পরীক্ষা পিছনো ইস্যুতে বৈঠক করেন। সেখানেই পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকেই জানিয়ে দেন, একমাত্র পথ মামলার পথে হাটা।

এবার সেই মামলার মধ্যে দিয়ে পরীক্ষা পিছবে কি না তা ভিন্ন প্রশ্ন, তবে বিজেপি বিরোধী জোটের রাজনীতি যে নতুন করে অক্সিজেন পেলো তা নিশ্চিত।

Share.
Leave A Reply

Exit mobile version