কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সহ আরো নানা ইস্যুতে বলিউডের তারকাদের যেভাবে সোশ্যাল মিডিয়ায় চাবুক মারা হচ্ছে তা নিয়ে সরব হলেন সমাজবাদী পার্টির রাজ্যসাভার সাংসদ জয়া বচ্চন।

এদিন তিনি বলেন, বিনোদন জগতে যারা খ্যাতি অর্জন করেছেন তাদের বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সরকারের দেখা উচিত, যাতে এটা না হয়।

প্রসঙ্গত করোনা আক্রান্ত হয়ে অমিতাভ, অভিষেক সহ প্রায় গোটা বচ্চন পরিবারই হাসপাতালে ভর্তি হবার পর নানা ব্যাঙ্গাত্মক মন্তব্য করা হয় অমিতাভকে। যা নিয়ে মেজাজ হারান অমিতাভও। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেও বেশ কিছু অভিযোগ ওঠে বলিউডকে ঘিরে।

এদিন জয়ার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্য পাল্টা সরব হয়েছেন নেটিজেনরাও। তাদের প্রশ্ন, কঙ্গনা প্রশ্নে কেন নীরব বচ্চন পরিবার ? কেনই বা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কোনো কথা বলেননি তারা? আসলে এটাই ওই পরিবারের আসল চরিত্র।

Share.
Leave A Reply

Exit mobile version