এক নজরে

#LadakhAccident: লাদাখে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু বাংলার জওয়ানের

By admin

May 28, 2022

কলকাতা ব্যুরো: শুক্রবার লাদাখের তুরতুক সেক্টরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাত জওয়ানের। নিহতদের মধ্যে বাংলার এক জওয়ানও আছেন ৷ নিহত জওয়ানের নাম বাপ্পা খুটিয়া ৷ শুক্রবার গভীর রাতে পরিবারের কাছে বাপ্পার মৃত্যুর খবর পৌঁছয়। সেই থেকে বাড়িতে শোকের পরিবেশ। শোকস্তব্ধ গোটা এলাকা। রবিবার নিহত জওয়ানের দেহ খড়গপুর পৌঁছবে বলে জানা গিয়েছে।

মেদিনীপুরের খড়গপুর টাউন থানার অন্তর্গত বারবেটিয়া এলাকায় বাড়ি বাপ্পার। বাড়িতে বাবা, মা, স্ত্রী ও ১১ মাসের কন্যা সন্তান আছে। গত মাসেই ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ২৭ এপ্রিল বাপ্পা ফিরে যান ক্যাম্পে। প্রথমে তাঁকে পাঠানো হয় গুজরাত। সেখান থেকে বাপ্পার পোস্টিং হয় সিয়াচেনে কিন্তু সিয়াচেন আর পৌঁছতে পারেননি তিনি।

পরিবার জানিয়েছে, সেনাবাহিনীতে কাজ করার অদম্য ইচ্ছা ছিল বাপ্পার ৷ ২০০৯ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে দু’বার সিলেক্ট হয়েছিলেন তিনি। কিন্তু মায়ের কথা ভেবে তখন যোগ দেননি। তবে, তৃতীয়বার সুযোগ হারাতে চাননি বাপ্পা। একপ্রকার জোর করেই তিনি যোগদান দেন সেনাবাহিনীতে।

শুক্রবার বাসে করে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল সিয়াচেনে। প্রথম দু’টি বাস নিরাপদেই দুর্গম পথে পেরিয়ে যায় কিন্তু আচমকা ধসের কবলে পড়ে বাপ্পাদের বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গিয়ে পড়ে শিয়ক নদীতে। গুরুতর জখম হন ১৯ জওয়ান। তাদের এয়ারলিফ্ট করে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যু হয় সাত জওয়ানের৷ তাঁদেরই একজন বাপ্পা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩২ বছরের জওয়ানের।

বাপ্পার বাবা প্রাক্তন আরপিএফ জওয়ান সুকুমার খুটিয়া জানান, অসমর্থিত সূত্রে শুক্রবার রাত ১২টার পর ছেলের মৃত্যুর খবর তাদের কাছে আসে। সন্তান হারানো খুবই কষ্টের বলে জানিয়েও তিনি বলেন, মৃত্যুর সময় ওর শরীরে ইউনিফর্ম ছিল। ইউনিফর্ম পরে দেশের জন্য প্রাণ দিয়েছে। এর জন্য গর্ববোধ হচ্ছে।