এক নজরে

Cyclone Jawad Updates: ক্রমশ শক্তি বাড়াচ্ছে বিধ্বংসী “জাওয়াদ”

By admin

December 03, 2021

কলকাতা ব্যুরো: আরও শক্তি বাড়ালো ঘূর্ণিঝড় জাওয়াদ। শনিবার তা আছড়ে পড়বে ওডিশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে। ইতিমধ্যে তার অবস্থান দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। আগামী ১২ ঘণ্টায় তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। দূরত্ব হিসাবে বিশাখাপত্তনম থেকে দক্ষিন পূর্ব দিকে ৪২০ কিলোমিটার দূরে বর্তমানে অবস্থান করছে। সন্ধ্যে নাগাদ গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় জাওয়াদে। স্থলভাগে আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড়ের গতিবিধি জানাতে শনিবার সংবাদ সংস্থা এএনআই-এর মুখোমুখি হন আইএমডি-এর ডিরেক্টর জেনারেল। সেখানে সাধারণ মানুষকে আগাম সতর্ক করে তিনি বলেন, ভারী বৃষ্টিতে বিদ্যুৎসংযোগ এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। অন্ধ্রের উপকূল অঞ্চলে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। রাতেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ৷ তার পর আছড়ে পড়তে পারে বিশাখাপত্তনম উপকূলে ৷

অন্ধ্র হয়ে ঘূর্ণিঝড় ওড়িশা অভিমুখে এগোবে বলেও জানান আইএমডি প্রধান। তিনি বলেন, বিশাখাপত্তনম থেকে ওড়িশার দিকে এগোবে ঘূর্ণিঝড়। তার প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হবে। ৪ ডিসেম্বর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ৷ হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত, যা সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

বিশাখাপত্তনমের ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্রের ডিরেক্টর সুনন্দা জানিয়েছেন, ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোতে এগোতে আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ শনিবারের মধ্যে তা বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য উপকূল হয়ে অন্ধ্রে এসে পড়তে পারে। তার পর উত্তর দিক হয়ে গিয়ে পড়তে পারে ওড়িশায়।

ঘূর্ণিঝড় জাওয়াদের মোকাবিলা করতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ওড়িশা, বাংলা এবং অন্ধ্রে সব মিলিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলী বাহিনীর (এনডিআরএফ) ৪৬টি দল প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে যে কোনও ধরনের বড় দুর্ঘটনা ঠেকাতে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। পরিস্থিতির উপর নজর রাখার জন্য নিয়মিত জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিদ্যুৎ দফতর। জাওয়াদ আছড়ে পড়ার পর কোনও মানুষ সমস্যায় পড়লে তাঁরা যাতে বিদ্যুৎ দফতরে জানাতে পারে সেজন্য চালু করা হয়েছে হেলপ লাইন নম্বর। এই নম্বর দুটি হল- ৮৯০০৭৯৩৫০৩/০৪। এছাড়া CESC-এর হেল্প লাইন নম্বর ৯৮৩১০৭৯৬৬৬/৯৮৩১০৮৩৭০০

এদিকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য। কোনও প্রাণহানি যাতে না হয় সেজন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষদের। মাটির বাড়ির বাসিন্দাদের স্থানীয় সরকারি ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, জাওয়াদের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে। ঝোড়া হাওড়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় অতিভারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া,নদিয়া, মালদা,মুর্শিদাবাদ,বীরভূম,পুরুলিয়া, বাঁকুড়া। বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।

তবে এই সময় যাতে কোনওভাবেই মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না যান সেজন্য সতর্কবার্তা জারিফলে সেই অভিজ্ঞতাকে হাতিয়ার করে জাওয়াদ মোকাবিলায় কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রশাসন। কন্ট্রোলরুমগুলি খোলা থাকছে।

এদিকে শহর কলকাতার পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন। এই সময় খোলা থাকছে কন্ট্রোলরুম, জানানো হচ্ছে পুর কর্তৃপক্ষের তরফে। এছাড়াও অধিক বৃষ্টিপাতের জেরে যাতে জল না জমে সেজন্য পাম্পিং স্টেশনগুলিও চালু থাকছে।