কলকাতা ব্যুরো: সমুদ্রেই শক্তিক্ষয় হয়েছে সাইক্লোন জাওয়াদ। ফলে ভারী বৃষ্টিতেই সীমাবদ্ধ হয়েছে ঘূর্ণিঝড়টি। রবিবার সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। বঙ্গে জাওয়াদের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে ভারী বৃষ্টিপাত। শীতের মরশুমে টানা বৃষ্টিপাতের জেরে পারদ পতনও থমকে। এমত অবস্থায় কবে কাটবে এই দুর্যোগ? প্রশ্ন এখন একটাই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবির পর সোমবারও চলবে বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ছয় জেলায়। মঙ্গলবার দুপুরের পর থেকে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলী অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই মুহূর্তে জাওয়াদ অতি গভীর নিম্নচাপ হিসেবে পুরীর দিকে অগ্রসর হচ্ছে। পুরী থেকে ৭০ কিলোমিটার দূরে রয়েছে জাওয়াদ। এরপর সেটি বাংলার দিকে অগ্রসর হবে। যদিও আগামী তিন ঘণ্টার মধ্যে আরও শক্তিক্ষয় করে অতি গভীর থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ।’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘জাওয়াদ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এদিন রাত তিনটে নাগাদ সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।’

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার এবং সোমবার বঙ্গে চলবে বৃষ্টিপাত। বিকেলের পর থেকে বাড়বে বৃষ্টি। সোমবারও একই পরিস্থিতি থাকবে শহরে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই বীরভূমে। অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। সোমবার অতি ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গ জুড়েই চলবে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ৬ ডিসেম্বর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এরপর আগামী ৭ ডিসেম্বর থেকে বৃষ্টি কমে আকাশ পরিষ্কার হতে শুরু করবে।

এদিকে বৃষ্টিতে উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে রাস্তায় উপড়ে পড়ে গাছ। দ্রুত গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন কলকাতা পুরসভার কর্মীরা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, CESC-এর সঙ্গে সমন্বয় রেখে চলা হচ্ছে। গাছ কাটার কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। চালু রয়েছে কলকাতার সবকটি পাম্পিং স্টেশন। বৃষ্টি বেশি হলে, দ্রুত নিকাশির ব্যবস্থা করা হয়েছে। সল্টলেকে বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম খোলা রয়েছে। সমস্ত জেলার সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ রাখছেন কন্ট্রোল রুমের কর্মীরা।