কলকাতা ব্যুরো: জামুড়িয়ায় বেআইনি খাদানে ২৪ ঘণ্টা আগে দুই স্থানীয় যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জামুড়িয়া এলাকায় অবৈধ খাদানে এমন ঘটনার অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত সেখানে প্রশাসনের তরফে কোন তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারাই নিখোঁজ দুজনের সন্ধান পেতে ওই বেআইনি খাদানের জল তুলতে নিজেরাই পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা করছেন। কিন্তু সবটাই হচ্ছে একেবারে চুপেচাপে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধোপাডাঙ্গার ওই বেআইনি খাদান থেকে কয়লা তোলার জন্য মাফিয়ারা লোক নামিয়েছিল। কিন্তু হঠাৎই মাঝপথে খাদানে জল ঢুকতে শুরু করে। তখন কয়েকজন বেরিয়ে এলেও, দুজন সেখানে আটকা পড়ে যায় বলে খবর। নিখোঁজদের মধ্যে একজনের বাড়ি বারাবনির বুদরা গ্রামে। অপরজন বীরভূমের কাকরতলা থানার বড়রা গ্রামের বাসিন্দা। তিনি আবার জামুরিয়ার ফরিদপুরের মেয়েকে বিয়ে করে এখানকার জামাই।

রবিবার কিছু না হওয়ায় এ দিন স্থানীয়রাই নিজেদের উদ্যোগে জল বের করার চেষ্টা করলেও, প্রশাসনের তরফ এখনো কারো দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। গ্রামের একেবারে শেষমাথায় এই খাদান ঘিরে কিছু লোক নিখোঁজদের খোঁজার চেষ্টা করছে। এলাকায় পরিবেশ থমথমে।

Share.
Leave A Reply

Exit mobile version