এক নজরে

জামুড়িয়ায় জোটের মিছিল

By admin

October 11, 2020

কলকাতা ব্যুরো: শুধু কলকাতা সহরে সুজন চক্রবর্তী ও আব্দুল মান্নানদের একসাথে রাজনৈতিক পথ চলা নয়, তার প্রভাব বাড়ছে জেলাতেও। আর অধীর চৌধুরী দ্বিতীয়বার প্রদেশ সভাপতি হওয়ায় বিধানসভা ভোটের আগে এই জোট বার্তা যে আরও বেশি দেখা যাবে তা আরও স্পষ্ট হলো রবিবার জামুরিয়ায়।

কৃষি ও শিল্পের উন্নয়নের দাবীতে, দ্রব্য মূল্য বৃদ্ধি ও নারী নির্যাতনের প্রতিবাদে জামুরিয়ায় এক সাথে পথে নামলো সিপিএম ও জাতীয় কংগ্রেস সহ বামপন্থী মনোভাবাপন্ন দলগুলি। জামুরিয়ার দামোদরপুর সিপিএম পার্টি অফিস থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। শেষ হয় জামুরিয়া বাজারে।

সেখানে কেন্দ্রের শিল্প ও কৃষি আইনের সমালোচনা করে বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি বলেন, কৃষি আইনের ফলে ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক চাষিরা। তাঁদের আত্মহনন আরো বাড়বে। জেলায় নতুন করে শিল্প আসছে না।জামুড়িয়ার হিজলগোড়ায় রেশমী সিমেন্ট কারখানা, দরবারডাঙ্গায় ভিডিওকনের মিনি স্টিল প্লান্ট কেন হলোনা রাজ্যের কাছে তার কোন সদুত্তর নেই বলে অভিযোগ করে সিপিএম।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কংগ্রেসের ভক্তি চক্রবর্তী, শরণ চৌধুরী, বিধায়ক জাহানারা খাতুন, সিপিএমের মনোজ দত্ত, বিবেক হোমরায় প্রমুখ l সভাপতিত্ব করেন তাপস কবি l