কলকাতা ব্যুরো: আসানসোলের জামুড়িয়ায় মদের ঠেকে চারজনকে পিটিয়ে খুনের অভিযোগ, ঘটনায় কাঠগড়ায় পুলিশ। পুলিশের সামনে খুনের ঘটনা ঘটলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। অভিযুক্ত সাধু হেমব্রম গ্রেফতার হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে জামুড়িয়ার শিবুপুর ভুঁইয়া পাড়ার ওই মদের ঠেকের সামনে ঘুমিয়েছিলেন তিন কর্মী। অভিযোগ, সেইসময় তাঁদের উপর চড়াও হয় সাধু হেমব্রম নামে এক যুবক। ঘুমন্ত অবস্থায় তিনজনকে ওই যুবক বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। মৃতরা হলেন অম্বুজ মণ্ডল, প্রশান্ত সাহা, সুবোধ বাউরি।

কালিয়া ভুঁইয়া নামে এক ব্যক্তি মেয়ের বাড়িতে ওই এলাকায় এসেছিলেন। তিনি চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এসে ঘটনা দেখে অভিযুক্তকে বাধা দিতে যান। তখন তাঁর ওপর চড়াও হয় সাধু। ততক্ষণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। তাকেও শাল কাঠের বাটাম দিয়ে মারতে থাকে অভিযুক্ত। পুলিশের সামনে কালিয়া ভুঁইয়াকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। ধৃত সাধু হেমব্রমের নাম আগেও ছিল পুলিশের খাতায়। অন্য মামলায় জেলও খেটেছে সে। কী কারণে এই খুন, তদন্ত করে দেখছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত মঙ্গলবার ওই বাংলা মদের দোকানে গিয়ে বিনা পয়সায় মদ চায় সাধু। কিন্তু তা দিতে অস্বীকার করেন দোকানের কর্মীরা। তখন কথা কাটাকাটির মধ্যে সাধু কাঠের বাটাম দিয়ে এক কর্মীকে বেধড়ক পেটায়। তার হাত ভেঙে যায়। ওই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়। পুলিশ ওই রাতেই গ্রেপ্তার করে সাধুকে। জামিনে ছাড়া পেয়ে সাধু বৃহস্পতিবার রাতেই হানা দেয় আবার ওই মদের দোকানে। রাত সাড়ে বারোটা নাগাদ দোকানে ঢুকেই ঘুমন্ত অবস্থায় থাকা তিন কর্মীর ওপর চড়াও হয়ে মারতে থাকে তাদের। কাঠ বা বাঁশ দিয়ে চলে পেটানো। প্রবল চিৎকার-চেঁচামেচি শুরু হয়।

এরই মধ্যে তিনজনকে মেরে দোকান থেকে বেরিয়ে আসে সাধু। তখনই তাকে বাধা দিতে বাড়ি থেকে বেরিয়ে আসেন কালিয়া ভূঁইয়া। তার আগেই অবশ্য পুলিশ এসে পড়েছে। রাত প্রায় আড়াইটা নাগাদ পুলিশ এলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে গ্রেফতার করতে দাবি জানায়। কিন্তু পুলিশ তাকে ধরার আগেই কালিয়ার উপরে চড়াও হয় সাধু। একইভাবে বাঁশ দিয়ে তাকে পুলিশের সামনেই পিটিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের এই দর্শকের ভূমিকায় ক্ষোভ প্রবল আকার নিয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর ডিসি সেন্ট্রাল সাহেব দাস জানান অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন। কি কারণে খুন সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ

Share.
Leave A Reply

Exit mobile version