কলকাতা ব্যুরো: গত সপ্তাহে তিন দিনে কাশ্মীরে সাতজন জঙ্গিকে নিকেশের পরও তল্লাশি জারি রেখেছে সেনাবাহিনী। মঙ্গলবার বদ্গাম জেলায় পুলিশ ও সেনা চারজন লস্কর সহযোগীকে গ্রেপ্তার করেছে।
সেনাবাহিনীর দাবি, ধৃতরা লস্কর-ই-তৈয়বার জঙ্গিদের থাকার জায়গা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দিত। তল্লাশি চালানোর সময় বদগাম জেলার পিঠাকোড থেকে চব্বিশটি এ কে ফরটিসেভেন রাইফেল এর গুলি, পাঁচটি ডিটোনেটর এবং আরো বেশকিছু আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ বাজেয়াপ্ত করেছে বাহিনী।
ফলে কাশ্মীর থেকে নিকেশের যে অভিযান গত দু’সপ্তাহ ধরে চলছে তা জারি রয়েছে।