কলকাতা ব্যুরো: জলপাইগুড়ি গণধর্ষণের ঘটনার নিন্দা করলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এদিন সংগঠনের তরফে পেশ করা এক বিবৃতিতে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে আদিবাসী দুই নাবালিকা বোনের উপর যে নৃশংস আক্রমণের ঘটনা ঘটেছে তা নজিরবিহীন। এই নৃশংস ঘটনায় বড় বোনকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে, ছোট বোনকে অত্যচার করা হয়েছে। বড় বোন বিষ খেয়ে আত্মহত্যা করেছে আর ছোট বোন বিষ খেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভানেত্রী অঞ্জু কর, সম্পাদিকা কনীনিকা ঘোষ।

আজ এক বিবৃতিতে সংগঠনের সভানেত্রী এবং সম্পাদিকা জানিয়েছেন, রাজ্য যেন দুষ্কৃতিদের নিজস্ব ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। গত ৬ সেপ্টেম্বর রাতে আনন্দপুরে এক মহিলাকে বাঁচাতে গেছিলেন যে মহিলা তাঁর পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল দুষ্কৃতী। ঐ প্রতিবাদী, সাহসী মহিলার পায়ে অস্ত্রোপচার হয়েছে, তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী ‘শূন্য কলসীর আওয়াজ বেশি’র মত বক্তৃতা দিয়ে যাচ্ছেন, অথচ মহিলা আত্মহত্যায় প্রথম হচ্ছে এই রাজ্য। প্রথম থেকেই নারী নির্যাতন, ধর্ষণের ঘটনাকে কখনো ‘ছোট ঘটনা’, কখনো ‘শরীর থাকলে জ্বর হয়’ গোছের মন্তব্য করে যে দায়সারা মনোভাব মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন, আজ একের পর এক নারী নির্যাতনের ঘটনায় নিয়ন্ত্রণহীনতার মধ্যে দিয়ে তাই প্রকাশিত হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version