এক নজরে

জলপাইগুড়ি গণধর্ষণ কান্ডে ধৃত আরো এক

By admin

September 11, 2020

কলকাতা ব্যুরো: জলপাইগুড়ির রাজগঞ্জ -এ দুই আদিবাসী নাবালিকা গণধর্ষণের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। এনিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জন। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। আদিবাদী কমিশনের কাছে অভিযোগ জানানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

ওই ঘটনায় দিন দুয়েক আগেই বিক্ষোভ দেখিয়েছিল বিজেপির মহিলা মোর্চা। বৃহস্পতিবার রাজগঞ্জ থানায় ডেপুটেশন জমা দেয় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতিও। ওই ঘটনা নিয়ে এখনো প্রবল ক্ষোভ চলছে জলপাইগুড়ি জেলায়।