কলকাতা ব্যুরো : নিউ নর্মালে জোরে ধাক্কা খেয়েছে পর্যটন শিল্প। একসঙ্গে সবাই মিলে দূরে কোথাও বেড়াতে যাবার সুযোগ নেই। এদিকে নতুন প্রজন্ম গ্রুপ ট্যুর-এ উৎসাহী নয়। তাই আইআরসিটিসি নতুন প্রকল্প আনছে। নতুন পরিকল্পনায় ঠাঁই পাচ্ছে বাইক নিয়ে সফর। এতদিন পর্যন্ত শিলং, অরুণাচল প্রদেশ নিয়ে যেত আইআরসিটিসি। কিন্তু এবার নিউ নরমালে ঘুরে আসতে পারেন বাইকে চেপে জয়পুর জঙ্গল।

কলকাতা থেকে বাঁকুড়ার জয়পুর জঙ্গলে দূরত্ব ১৫০ কিলোমিটার। সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে আসা যায়। কলকাতায় খানিকটা অ্যাডভেঞ্চার স্পোর্টসের অনুভূতি দিতেই শীতের সময় পর্যটন টানতে নামছে রেলের এই সংস্থা। আগ্রহীরা চাইলে সংস্থার বাইক ভাড়া নিতে পারেন। নিজের বাইক ও অবশ্য ব্যবহার করতে পারেন। তবে নিজের বাইক ব্যবহার করলে তা কমপক্ষে ২০০ সিসির হতে হবে। সে ক্ষেত্রে টুর প্যাকেজ এ মাথাপিছু প্রায় তেরোশো টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। একা বা সঙ্গী নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে আগ্রহীদের বাইক চালানোর লাইসেন্স থাকা জরুরি। প্রথম দফার বাইক সফর শুরু হচ্ছে ১২ ডিসেম্বর থেকে।

যাত্রা শুরু হবে ভোর পাঁচটায়। ডালহৌসি থেকে কুড়িটি বাইক সফরে যেতে পারবে। প্রতিটি বাইকে দুজন করে যেতে পারবেন। পথে চা, পানীয় জল খাবার এবং মধ্যাহ্নভোজের আয়োজন করবে আইআরসিটিসি। জয়পুর জঙ্গলে পৌঁছানোর পরে সেখানে থাকবে অ্যাডভেঞ্চার স্পোর্টস এর ব্যবস্থা। আইআরসিটিসি থেকে জানানো হয়েছে মানুষ বেশিরভাগ তরুণ প্রজন্ম বাইকে সফর করতে চাইছেন। সে কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নিয়েছে আই আর সি টি সি। একদিনের সফরে ভোরে বেরিয়ে সন্ধ্যায় ফিরে আসা যায়। সে কথা ভেবেই বাঁকুড়ার জয়পুরের জঙ্গল কে গন্তব্য হিসেবে নির্বাচন করা হয়েছে। কলকাতা থেকে ডানকুনি হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে বাঁকুড়া পৌঁছানো যাবে।

সারা পথে বাইক আরোহীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য থাকছে মেডিকেল টিম ও মেকানিক। আইআরসিটিসি থেকে খবর আগামী বছরের মার্চ মাসে আন্দামান ভ্রমণের প্যাকেজ আনছে এই সংস্থা। বছরের অন্য সময় যে প্যাকেজ দেওয়া হয় তার তুলনায় ১৫ শতাংশ কম খরচে মাথাপিছু আসা যাওয়ার বিমান ভাড়া সহ ৫ রাত ৬ দিনের এই প্যাকেজ মিলছে ৩২ হাজার ৫৫০ টাকায়।

Share.
Leave A Reply

Exit mobile version