কলকাতা ব্যুরো: জয়নগরে প্রতিবেশী কিশোরকে নৃশংসভাবে খুনের ঘটনায় ধৃত মনিরুল শেখ এর সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারইপুর আদালত। পুলিশ ধৃতকে নিয়ে গোটা খুনের ঘটনার নাট্যরূপ তৈরি করতে পারে। প্রাথমিক জে রায় মনিরুল স্বীকার করেছে, পাখি দেখানোর নাম করে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে গিয়েছিল প্রতিবেশী ছোট্ট তুষার চক্রবর্তী ওরফে গোদাইকে। সেখানেই পিছন থেকে মাথায় কাটারীর কোপ মেরে তারপরে কুপিয়ে তাকে খুন করে ওই জঙ্গলে দেহ ফেলে দেয়।এখনো পর্যন্ত এই নৃশংস খুনের ঘটনায় পুলিশ মনিরুলকেই গ্রেপ্তার করলেও, এর পেছনে আরো কোন মাথা আছে কিনা তা জানতে চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে ১১ সেপ্টেম্বর গদাইকে খুন করার পর ১২ সেপ্টেম্বর তার বাড়ির মোবাইলে হোয়াটসঅ্যাপ করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ ও বউ চাই বলে দাবি করে এই মনিরুল। কিন্তু প্রায় ১৬ ঘণ্টা আগে কিশোরকে খুন করার পর কেন এই টাকা চাইলো সে ব্যাপারে পুলিশের এখনো ধন্ধ কাটেনি। একইসঙ্গে বউ চাই বলে দাবি করে মেসেজে করা হয়েছিল। তা নিয়েও খটকা রয়েছে পুলিশের মধ্যে। তাই পুলিশ তাকে আরো জেরা করে পিছনের অন্য কোন গল্প আছে কিনা তা জানার চেষ্টা করছে।