কলকাতা ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর ফের স্বমহিমায় রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের বিরুদ্ধে মুখ খুলে রাজ্যপালের অভিযোগ, পশ্চিমবঙ্গে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তার বক্তব্য, এ রাজ্যে আমলারা রাজনৈতিক দলের ভৃত্যের মত কাজ করছেন। এই আমলাদের উপস্থিতিতে বিধানসভা ভোট কতটা নিরপেক্ষ ভাবে হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। কিন্তু কী বিষয়ে হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত বলা আমার উচিত হবে না।

রাজ্যপালের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয় পাল্টা মুখ খুলেছে তৃণমূল। তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যপাল বিজেপির মুখপাত্র হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। তিনি তার মিথ্যে তথ্যের ঝুলি দিল্লিতে এনে খুলতেই পারেন। কল্যাণের বক্তব্য, রাজ্যে এখন একটা উৎসবের পরিবেশ। তার মধ্যে রাজ্যপাল রাজ্যকে কলুষিত করার চেষ্টা করছেন।

যদিও এর আগেও রাজ্যপাল এ রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভিযোগ তুলে, এমন কিছু সংখ্যাতত্ত্বের হিসেব দিয়েছিলেন, যাকে মিথ্যে বলে অভিযোগ তুলেছিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। কেননা সেখানে বেশ কিছু তথ্য ও পরিসংখ্যান এর ত্রুটি ছিল বলে মনে করছেন স্বরাষ্ট্র দফতরের কর্তারা। কিন্তু তারপরেও এদিনও একইভাবে রাজ্যের আইন শৃংখলার অবনতিতে অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ধনখড়।

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই সাক্ষাৎকারের কথা আগেই জানিয়েছিল রাজভবন। শুক্রবার তিনি কলকাতায় ফিরছেন। তারপরেই এক মাসের ছুটি কাটাতে তার দার্জিলিং যাওয়ার কথা।

Share.
Leave A Reply

Exit mobile version