এক নজরে

বুদ্ধবাবুর ছবি প্রকাশ করায় সিপিএমের সমালোচনার মুখে রাজ্যপাল

By admin

October 26, 2020

কলকাতা ব্যুরো: মহাষ্টমীর সন্ধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে ঘরের মধ্যে তোলা কিছু ছবি রাজ্যপাল জাগদীপ ধনকার টুইটারে প্রকাশ করায় প্রতিবাদ জানাল সিপিএম। সেই ছবি আপলোড করে অশোভন কাজ করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে সিপিএমের টুইটার হ্যান্ডেলে।

ওইদিন সন্ধ্যায় রাজ্যপাল পাম এভিনিউয়ে বুদ্ধবাবুর বাড়িতে যান। বাড়ির বাইরে গেট থেকেই সস্ত্রীক রাজ্যপালকে অভ্যর্থনা জানান বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য। বাড়ির ভিতরে যাওয়ার পর সেখানেই শুয়ে ছিলেন বুদ্ধ বাবু। তার সামনে বসেই কথাবার্তা হয় বেশ কিছুক্ষণ। সেই ছবি কেন টুইট করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সারা বিশ্বের বামপন্থীদের কাছে পরিচিত। তা ছাড়া একটি দলের তিনি অন্যতম প্রেরণাও। সেই ব্যক্তির অসুস্থ অবস্থায় ছবি এভাবে জনসমক্ষে প্রকাশ করা গঠিত কাজ বলে মনে করছে সিপিএম। ওই ছবি অবিলম্বে টুইটার থেকে তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে। যদিও এ ব্যাপারে রাজ ভবনের কোন বক্তব্য এখনো জানানো হয়নি।