কলকাতা ব্যুরো: রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে অভিযোগ করলেন, তাঁর সতর্কতা সত্ত্বেও রাজ্যের আইন শৃঙ্খলার ক্রমশই অবনতি হচ্ছে৷ এমনকি তিনি নিজে তাঁর সাংবিধানিক কর্তব্য পালন করলেও মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক দায়িত্ব ভুলে যাচ্ছেন বলে অভিযোগ করেন রাজ্যপাল ৷

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে বহিরাগত বলায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন তিনি ৷ পাশাপাশি তিনি আবেদন করেন, গতকালের তাঁর সেই ভিডিয়ো প্রত্যাহার করে ক্ষমা চেয়ে নিন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের হুঁশিয়ারি, আগুন নিয়ে খেলবেন না ৷ ভারতের সব নাগরিক সমান ৷

Share.
Leave A Reply

Exit mobile version