এক নজরে

#JPNadda: বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামীদের মূল মন্ত্রঃ জে পি নাড্ডা

By admin

June 08, 2022

কলকাতা ব্যুরো: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের কাজকে গোটা দেশের সামনে আরও উজ্জ্বল করে তুলে ধরা বিজেপির আগামী দিনের লক্ষ্য। যেভাবে হুগলি নদীর তীরে বসে সাহিত্যের ‘সাম্রাজ্য’ গড়ে তুলেছিলেন, সেই কাজকে দেশবাসীর সামনে আরও সম্মানজনকভাবে প্রচার করার দায়িত্ব নিতে হবে। বুধবার চুঁচুড়ায় বঙ্কিমভবন পরিদর্শনে গিয়ে এভাবেই বঙ্গ সাহিত্যের প্রচারের ফেরিওয়ালা হয়ে উঠলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামীদের মূল ছিল।

নাড্ডা এদিন বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু বাংলার নয়। গোটা দেশের সম্পদ। তিনি যেভাবে সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তা আজও গোটা দেশের মানুষ স্মরণ করেন। তাঁর রচিত বন্দে মাতরম আমাদের জাতীয় স্তোত্র। গোটা দেশবাসীর হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। নাড্ডার কথায় বঙ্কিমের কাজ গোটা দেশবাসীর সামনে আরও ভালো করে প্রচার করতে হবে। যাতে আগামী প্রজন্ম তাঁকে আরও ভালো করে চিনতে পারে।

দু’দিনের সফরে মঙ্গলবার রাতেই বাংলায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন প্রথমে চুঁচুড়া ও পরে চন্দননগরে যান তিনি। বিকেলে জাতীয় গ্রন্থাগারে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক। বঙ্গ বিজেপি যখন নানা ঝড় ঝাপটায় টলমল তখন নাড্ডার এই সফর এবং সুকান্ত-দিলীপ-শুভেন্দুদের নিয়ে বৈঠক অত্যন্ত তাৎপর্য।