এক নজরে

Food Poisoning: খাবারে বিষক্রিয়া, হাসপাতালে ভর্তি ২৬ আইটিবিপি জওয়ান

By admin

October 22, 2021

কলকাতা ব্যুরো: খাদ্যে বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি করা হলো ভারত-তিব্বত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের। বৃহস্পতিবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার মালাইদা গ্রামের ক্যাম্পে থাকা আইটিবিপি জওয়ানরা আমিষ জাতীয় খাবার খেয়েছিলেন। আর খাওয়ার পর থেকেই জওয়ানদের বমি হতে থাকে। এরপর ‘ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ’-এর ২৬ জন জওয়ানকে ভর্তি করা হয় হাসপাতালে।

রাজনন্দগাঁও জেলার প্রধান মেডিক্যাল আধিকারিক জানিয়েছেন, জওয়ানদের শারীরিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। সিএমএইচও ডাঃ মিথিলেশ চৌধুরী বলেন, বুধবার ২৬ জন আইটিবিপি জওয়ান রাতে আমিষ জাতীয় খাবার খেয়েছিলেন। এরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন সবাই বিপন্মুক্ত।

তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের তরফে একটি বিশেষ দল ওই ক্যাম্পে পৌঁছেছে। ক্যাম্পের বাকি জওয়ানদের শারীরিক পরীক্ষা করে দেখা হচ্ছে।