কলকাতা ব্যুরো: কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে দুপুর থেকে। সকাল থেকে আকাশ মেঘলা ছিল। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। তবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই কলকাতায় বৃষ্টির পরিমাণ সঙ্গে ঝোড়ো হাওয়া বাড়তে থাকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সন্ধ্যায় থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত রাজ্যের উপকূলের কাছাকাছি চলে এসেছে। এই ঘূর্ণাবর্তের জেরে সুন্দরবনে দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মঙ্গল ও বুধবার আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকার আশঙ্কা রয়েছে। আগাম সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর৷
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ এগিয়ে আমাদের রাজ্যের দিকে৷ ইতিমধ্যেই সেটি অনেকটা কাছাকাছি চলেও এসেছে। রাজ্যের সঙ্গে ঘূর্ণাবর্তের দূরত্ব যত কমছে, দুর্যোগ তত ঘনিয়ে আসছে দক্ষিণবঙ্গের দিকে। ইতিমধ্যেই সুন্দরবন-সহ উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। বিকেলের পর রাত যত বেড়েছে ঘূর্ণাবর্তের প্রভাব আরও স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। উপকূলীয় জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করেছে উপকূলবর্তী তিন জেলায়। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই জেলাগুলোতেও লাল সর্তকতা জারি করা হয়েছে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনার জন্য আলিপুর আবহাওয়া অফিস কমলা সর্তকতা জারি করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার কিছু অংশ, হাওড়া, হুগলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবহাওয়া অফিস ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করেছে কয়েকটি জেলায়। সেগুলি হল- কলকাতা, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও বর্ধমান বর্ধমান৷ এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার কিছু অংশে হলুদ সতর্কতা জারি হয়েছে৷
জানা যাচ্ছে, উপকূলীয় তিন জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে৷ এছাড়াও উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়ায় ৩৬ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়ার দাপট থাকবে। সর্বোচ্চ ঝড়ো হাওয়ার দাপট থাকবে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷
আলিপুর আবহাওয়া অফিসের আগাম সতর্কতা, দেখে নিন একনজরে-
মঙ্গল ও বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।
মৎস্যজীবীদের আজ ও আগামিকাল সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। আগামী দু’দিন সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রের ঝড়ো হাওয়ার দাপটে বেশি থাকবে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতায় জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে যানজট তৈরি হবে শহরে।
মাটির বাড়িও কাঁচা রাস্তা ভেঙে পড়তে পারে।
শহরের বিপজ্জনক ও দুর্বল বাড়ি ভেঙে পড়তে পারে।
সমুদ্রতটে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে।
মানুষকে নিচু এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। নদী ও সমুদ্রতটগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।