এক নজরে

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও বাড়ালো কেন্দ্রীয় সরকার

By admin

December 31, 2020

কলকাতা ব্যুরো: করোনা সংক্রমণের আবহে করদাতাদের জন্য সুখবর। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও বাড়াল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক বুধবার জানিয়েছে, ৩১ ডিসেম্বরের বদলে ২০২০-২১ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে করা হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, এর আগে বিজ্ঞপ্তি জারি করে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স জানিয়েছিল, ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। এবার পরিস্থিতির চাপে সেই সময়সীমাই আরও বাড়ানো হল। ব্যক্তিগত আয়কর রিটার্ন ১০ই জানুয়ারি পর্যন্ত ও বিভিন্ন সংস্থার ক্ষেত্রে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।