এক নজরে

সপ্তমীর সকাল থেকেই রাস্তায় জনতার ঢল কাল থেকে বৃষ্টির আশঙ্কা

By admin

October 12, 2021

কলকাতা ব্যুরো: ভোর থেকে গঙ্গার ঘাটে ঘাটে কলাবউ স্নান করানো কে সামনে রেখে শুরু হয়ে গেল সপ্তমীর আরাধনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাশে সরিয়ে রেখে রোদ ঝলমলে আকাশকে সাক্ষী রেখে একেবারে পুরনো মোডে ফিরে এলো বাংলা। করোনা এখনো কাগজে-কলমে রয়েছে। কিন্তু দুর্গাপুজোর উন্মাদনায় তাতে কোনো কমতি নেই।  রাজ্য সরকার তার শারদ সম্মান জানিয়ে দিয়েছে একশোর বেশি পূজাকে। পাশাপাশি এশিয়ান পেইন্টস সহ বিভিন্ন উদ্যোক্তাদের তরফে বাছাই করা পুজো পুরস্কার পেয়েছে। ততোই দর্শকদের ঠাকুর দেখার তালিকায় নাম বেড়েছে নতুন নতুন ক্লাবের। আর সেই তালিকা দেখেই সকাল থেকে শহর নেমে পড়েছে রাস্তায়।

বড় পুজো গুলি বাদ দিলে যেসব পাড়া কেন্দ্রিক পুজো হয়, সেখানে অবশ্যই করোনা বিধি মেনে পুজোর আয়োজন চলছে। প্রায় সর্বত্রই মন্ডপের ভিতর দূর থেকে দেখা যাচ্ছে। ফলে ভিড় করে মন্ডপের ভিতর ঢুকে ঠাকুর দেখার চেয়ে বাইরে থেকেই মানুষকে প্রতিমা দেখতে উৎসাহ দিচ্ছেন উদ্যোক্তারা। আর মানুষের মাথা দেখে বোঝা যাচ্ছে দুর্গাপুজো ফিরে গিয়েছে দু বছর আগের সেই পুরনো ফর্মে। বহু পরিবার সকালে দলবেঁধে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখার সঙ্গে রেস্তোরাঁয় পেটপুজো সেরে সন্ধের মধ্যে বাড়ি ঢুকে পড়া পরিকল্পনা নিয়ে।

তাদের যুক্তি, বিকেল হয়ে গেলেই বহু রাস্তায় গাড়ি পাওয়া যাচ্ছে না। বহু রুটে বন্ধ হয়ে যাচ্ছে অটো। বাস চললেও তার কোন সময় জ্ঞান নেই। তাই সন্ধ্যের পরে অধিকাংশের ভরসা একমাত্র মেট্রো পরিষেবা। কিন্তু সেই মেট্রোয় সকলের বাড়ি পৌঁছানোর সুযোগ নেই। তাই তারা দুপুরের মধ্যেই যতটা সম্ভব নামি পুজো গুলো দেখে নেওয়ার পরিকল্পনা করেই সকাল সকাল বেরিয়ে পড়েছেন।  ফলে করোনার তৃতীয় ঢেউ নিয়ে চিকিৎসক সমাজের একাংশ যতই সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করুক না কেন, নাগরিকদের একটা বড় অংশই এবার সেসব ভুলে দূরত্ব বিধি না মেনে কাতারে কাতারে ভিড় জমাচ্ছেন ঠাকুর দেখতে। আর এর বাইরে একদল সকাল থেকেই ভিড় জমাচ্ছেন বাজারে। কেউ খাসির মাংসের দোকানে ভোর থেকে উঠে লাইন দিয়ে কচি পাঠা কিনছেন, কেউবা পদ্মার ইলিশের জন্য তাগাদা দিচ্ছেন পরিচিত মাছ ব্যবসায়ীকে। কমবেশি সকলেই দুর্গাপুজোকে কেন্দ্র করে উৎসবের আবহে। আর যেহেতু আবহাওয়া দপ্তর অষ্টমীতে বৃষ্টি সহ দুর্যোগের পূর্বাভাস দিয়ে রেখেছে, ফলে আগেভাগে সপ্তমীতে ঘুরে বেরিয়ে উৎসবে যোগ দেওয়ার পরিকল্পনাতেও কিছু নাগরিক বেরিয়ে পড়েছেন রাস্তায়।