এক নজরে

চিনকে নজরে রাখতে সীমান্তে ইজরায়েলি ড্রোন

By admin

May 29, 2021

মৈনাক শর্মা

খবরের শিরোনামে না থাকলেও উত্তেজনা এখনও কমেনি ভারত-চীন সীমান্তে। এল এ সি তে ঘাঁটি গেড়ে বসে আছে চিনা লাল ফৌজ। ভারতীয় সেনার উপর নজর রাখতে একাধিক মানব বিহীন ড্রোন ব্যবহার করছে চিন। ভারতের কাছে স্যাটেলাইট ছবি থাকলেও নিখুঁত নজরদারি রাখতে দরকার ইসরায়েলি ড্রোনের।

এই প্রথম ভারতীয় সেনা ব্যবহার করবে ইসরায়েলি হেরণ টি পি ড্রোনের । যা নিখুঁত ভাবে নজরদারি রাখতে সাহায্য করবে। যদিও এর আগে ভারতীয় বায়ু সেনা ব্যাবহার করে ইসরায়েলি ড্রোন। সেই অভিজ্ঞতা থেকেই হেরণ টি পি ড্রোন লিজে নিয়ে সীমান্তে মোতায়েন করবে সেনা।

কিছু দিন আগেই মার্কিন এম কিউ ৯বি ড্রোন ভারতে আনতে সম্মতি দেয় দিল্লী। তাহলে মার্কিন ড্রোনের পরিবর্তে ইসরায়েলি ড্রোন ব্যবহার কেন। ইসরায়েল সুরক্ষা বিভাগ যে ভাবে হমাসের রকেট হামলাকে রুখতে সফল হয়েছে, তাছাড়া তিব্বতের জোরালো তুষার হাওয়াতে মার্কিন ড্রোনের তুলনায় হেরণ টি পি বেশি কার্যকরী। তাই ইসরায়েল বিরোধী চীনের বিপক্ষে এইটাই সঠিক সিদ্ধান্ত এই প্রশ্নের জবাব দায় সেনা বিশ্লেষকরা।

ভবিষ্যতের কথা চিন্তা করেই এল এ সি তে শক্তি সঞ্চয়ের পথে দুই সেনা। মানব বিহীন হেলিকপ্টার দিয়ে ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা করতে পারে চিন। সেক্ষেত্রে দুই দেশের মধ্যে ড্রোনের লড়াই দেখা যেতে পারে আগামি দিনে।