কলকাতা ব্যুরো: ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর সঠিক তদন্ত করতে হবে। দোষীদের গ্রেফতার করতে হবে। এই দাবিতে ফের পথে নামলো নওশাদ সিদ্দিকির দল আইএসএফ। এদিন একদিকে যেমন বামেরা হাওড়া ও শিয়ালদহে মিছিল এবং কলেজস্ট্রিটে বিক্ষোভ প্রদর্শন করে। অন্যদিকে ঠিক তখনই নওশাদের নেতৃত্বে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। জোড়া মিছিলে অবরুদ্ধ হয়ে পড়ে মধ্য কলকাতা।



এদিনের প্রতিবাদ-মিছিল থেকে নওশাদ সিদ্দিকির হুমকি, আজকের মিছিল একটা ট্রেলার। ছবিটা এখনও অনেক বাকি। পাশাপাশি নিজেকে নেতাজিপন্থী বলে দাবি করে নওশাদের আরও মন্তব্য, নেতাজি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আমি বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে আনিস খানের হত্যাকারীদের শাস্তি আদায় করবই। প্রয়োজনে আইন অমান্য হবে। রাস্তায় বসে বিক্ষোভ হবে। প্রতিবাদ হবে। কিন্তু আমরা নিজেদের দাবি থেকে এক পাও পিছিয়ে আসব না।
আইএসএফের পাশাপাশি এদিন পথে নামে বাম ছাত্র যুব সংগঠন এসএফএই। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের মন্তব্য, অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিল আনিস। রাজ্য সরকার তাঁর কণ্ঠরোধ করেছিল। বাম ছাত্র যুব নেতার উপরে এই অত্যাচার আমরা মেনে নেব না। আমরা আন্দোলন করব। প্রতিবাদ জানাব। শেষ দেখে ছাড়ব। সারা বিশ্ব দেখেছে রাজ্য সরকার কীভাবে কণ্ঠরোধ করছে। আমাদের আন্দোলন চলছে চলবে।



তবে এদিন প্রতিবাদের জেরে রীতিমতো নাভিশ্বাস উঠল আমজনতার। রুদ্ধ হল বাসের চাকা। ঘণ্টার পর ঘণ্টা অবরোধ হল কলেজ স্ট্রিট, সেন্ট্রাল সহ গোটা মধ্য কলকাতা। শিয়ালদহের ব্রিজের উপর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলো অ্যাম্বুল্যান্স।