এক নজরে

শুরু হয়ে গিয়েছে আইপিএলের নিলাম

By admin

February 18, 2021

কলকাতা ব্যুরো- শুরু হয়ে গিয়েছে আইপিএলের নিলাম। একের পর এক দল নিলামে নিজের পছন্দের খেলোয়াড়কে কেনার চেষ্টা করে চলেছে। তবে তার মধ্যে সবচেয়ে বেশি যিনি নজরে ছিলেন, তিনি হলেন ম্যাক্সওয়েল। অন্যদিকে শাকিবকে নিজেদের দলে টেনেছে নাইট শিবির। কলকাতায় আবার ফিরলেন শাকিব আল হাসান। ৩ কোটি ২০ লক্ষ টাকার পরিবর্তে বাংলাদেশের এই ক্রিকেটারকে কিনে নেয় নাইট সেনা। অন্যদিকে রীতিমতো টানা টানি শুরু হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে। ১৪.২৫ কোটি টাকায় সমস্ত দলকে পিছনে ফেলে নিজের দলে নেয় ব্যাঙ্গালুরুর দল। বলা বাহুল্য, আগের বার আইপিএলে বিশেষ ভালো প্রদর্শন করেননি ম্যাক্সওয়েল। গোটা আইপিএল মিলিয়ে তিনি রান করেছিলেন ১০৮। এছাড়া নিয়েছিলেন ৩ ইউকেট ও । আরসিবি ছাড়াও ম্যাক্সওয়েলকে কেনার ইচ্ছা প্রকাশ করতে দেখা গিয়েছে কলকাতা এবং চেন্নাই শিবিরকে।

আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি দামের খেলোয়াড় হলেন দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড় ক্রিস মরিস। এইদিন নিলামে রাসস্থানের পক্ষ থেকে নিজেদের শিবিরে নেওয়া হয়েছে এই খেলোয়াড়কে। দাম রাখা হয়েছে ১৬.২৫ কোটি টাকা। আগের বছর ক্রিস মরিস রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন ক্রিকেটার। অন্যদিকে ২ কোটি ২০ লাখ টাকার পরিবর্তে দিল্লির দলে নাম লিখিয়েছেন স্টিভেন স্মিথ। তবে কেবল ম্যাক্সওয়েলই নয়। মইন আলিকে নিয়েও শুরু হয়েছিল টানাটানি। ৭কোটি টাকার পরিবর্তে চেন্নাই সুপার কিংসের দল কিনে নিয়েছে মইন আলিকে। অন্যদিকে শিবম দুবেকে নেওয়া হয়েছে রাজস্থান শিবিরের পক্ষ থেকে। বলা বাহুল্য, এইবারের নিলামে করা হচ্ছে ২৯১ টি ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ। ৮ দলের মধ্যে চলছে লড়াই। প্রতি দল নিজের দলে চাইছে ভালো খেলোয়াড়।