কলকাতা ব্যুরো: করোনা নিয়ন্ত্রণে এবার ১৪৪ ধারা জারি করল কেরল সরকার। তিরুবনন্তপুরম জেলায় শনিবার, ৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই ধারা জারি থাকবে। এর ফলে পাঁচ জন বা তার বেশি মানুষ একসঙ্গে ঘোরাফেরা করতে পারবেন না।করোনা আবহে সোশ্যাল ডিসটেন্স মানাতে এবার আর মহামারী আইন নয়, একেবারেই ফৌজদারি ধারায় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবে সরকার। একদিনে ৯২৭৬ সংক্রমিত হয়েছে শুক্রবার গোটা রাজ্যে। এখন ৭৭ হাজার ৪৮২ জন সংক্রমিত। এই অবস্থায় জেলায় কত নতুন করে করোনা আক্রান্ত হচ্ছে, তার হিসেব-নিকেশ খতিয়ে দেখছে রাজ্য সরকার।আর সোশ্যাল ডিসটেন্স মানার ক্ষেত্রে নিয়ন্ত্রণ না করতে পারায় তিরুবনন্তপুরম জেলায় সরাসরি ফৌজদারি মামলার ধারা প্রয়োগ করেছে পুলিশ।