কলকাতা ব্যুরো: হাথরাসের বুলগারি গ্রামে ১৪৪ ধারা জারি করল জেলা প্রশাসন। ওই গ্রামেই বাড়ি ১৯ বছরের তরু নী গণধর্ষিতা হয় ১৪ দিন পরে মৃত্যুর মুখে ঢলে পড়েন। গত বুধবার তার মৃতদেহ গোপনে পুলিশ জ্বালিয়ে দেওয়ার পর থেকেই সারাদেশের ক্ষোভ গিয়ে পড়েছে মোদি সরকারের উপরে।
সেই গ্রামে বিরোধী রাজনৈতিক দল থেকে সংবাদমাধ্যমের ঢোকা একেবারে নিষিদ্ধ করে দিয়েছিল পুলিশ। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের চার সাংসদ সেই গ্রামের দেড় কিলো মিটার আগে পর্যন্ত শুক্রবার পৌঁছে গেলেও, পুলিশ শেষ পর্যন্ত তাদের ঢুকতে দেয়নি। এবিপি নিউজ এর এক মহিলা সাংবাদিক বড় রাস্তা ছেড়ে মাঠের মধ্যে দিয়ে গিয়ে প্রায় বাড়ির মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তাকেও পুলিশ আটকে দেয়। আবার বৃহস্পতিবার বাধা পেলেও আজ ফের হাথরাস এ ওই গ্রামে যাওয়ার কথা ঘোষণা করেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে নিয়ে আজ দুপুরে তার নির্যাতিতার গ্রামে যাওয়ার কথা। এই অবস্থায় আগেভাগে সকাল থেকেই ১৪৪ ধারা জারি করে পুলিশ আরো বেশি ওই এলাকায় বাইরের লোকের প্রবেশে নিয়ন্ত্রণ জোরালো করল।
এদিকে সমাজবাদী পার্টির পার্টির প্রধান মুলায়ম সিং যাদব গোটা ঘটনার তদন্তের জন্য সিবিআইকে তলব করার দাবি তুলেছেন। তার অভিযোগ, যোগী সরকার কিছু গোপন করার জন্যই কোন বিরোধীদলকে বা সাংবাদিকদের ওই গ্রামে ঢুকতে দিচ্ছে না।
Previous Articleহাসপাতালে থাকবেন ট্রাম্প
Next Article হাতরাসের ঘটনায় নারকো টেস্ট হবে এসপি,ডিএসপি-র
Related Posts
Add A Comment