এক নজরে

দেশে ১০০ কোটির জিএসটি ফাঁকিতে কলকাতাতেও ধরপাকড়

By admin

November 26, 2020

কলকাতা ব্যুরো: দেশে ১০০ কোটি টাকার জিএসটি কর বাবদ ফাঁকি দেওয়ার অভিযোগে ১১৫ টি ভুয়ো ফার্ম মালিকদের গ্রেফতার করল ডিরেক্টর জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন স। দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় একজন মূল।মাথাকে। জিএসটির কলকাতা শাখা কলকাতা থেকে রঞ্জন সাহা নামে একজনকে গ্রেপ্তার করেছে। কলকাতা এবং দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের কাজ করা এ এস ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির হদিস পেয়েছে, যারা ভুয়া ইনভয়েস তৈরি করে ১৮ কোটি ৩২ লাখ টাকার জি এস টি ফাঁকি দিয়েছে সরকারকে।জিএসটি কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, সারা দেশ জুড়ে এই তল্লাশিতে ১৭৭.৫০ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। মূলত প্রতারকরা জাল ইনভয়েস তৈরি করে কয়লা, প্লাইউড, লোহা, পিভিসি পাইপ, আয়রন এবং স্টিলের জিনিস এমন নানান দ্রব্যের পাশাপাশি পেপার, সোনা, রূপো সহ অন্যান্য জিনিসের ক্ষেত্রে জাল ইনভয়েস তৈরি করে সরকারকে জিএসটির কোটি কোটি টাকা ফাঁকি দিত। আর এই চক্রের মূল মাথা দিল্লির মিতেশ এম শা।