এক নজরে

ভারতীয়দের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করল চীন

By admin

November 06, 2020

কলকাতা ব্যুরো : আইনসম্মত ভিসা থাকলেও ভারতীয়দের আগমন আপাতত নিষিদ্ধ করল চীন। চীনা দূতাবাস থেকে একটি নির্দেশ গতকাল জারি করা হয়। তাতে জানানো হয়েছে করোণা অতিমারির জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে চীন। চীন যেতে চাওয়া ভারতীয়দের হেলথ ডিক্লারেশন ফর্ম চীনা দূতাবাস স্টাম্প মারবে না বলে খবর।

তবে কূটনৈতিক কর্মী বা যারা সি ভিসার অধিকারী তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। মানবিক কারণে যারা যেতে চান তারা ভারতের চীনা দূতাবাস এ আবেদন করতে পারবেন। উল্লেখ্য পূর্ব লাদাখে ভারত-চীন অচলাবস্থা এখনো কাটেনি। এদিকে আর্মি চিফ বিপিন রাওয়াত জানিয়েছেন ভারতের সেনাবাহিনী পরিস্থিতির দিকে নজর রাখছে এবং যে কোন মুহূর্তে পরিস্থিতি সংকটজনক হতে পারে।