কলকাতা ব্যুরো: চিনের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় একদিকে লাদাখ এবং অন্যদিকে অরুণাচল সীমান্তে সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে সেনার সংখ্যা বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে চুসুলের কাছে চিনা বাহিনীর মুখোমুখি এখন ভারতীয় গোলন্দাজ ট্যাঙ্ক। গত কয়েকদিন ধরে প্যাংগং লেককে কেন্দ্র করেকে চিনের আগ্রাসন যে ভারত হজম করবে না তা স্পষ্ট করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে ভারতের সঙ্গে চিন , নেপাল এবং ভুটানের সীমান্তেও নজরদারি এবং সতর্কতা বাড়ানো হয়েছে।
গত ২৯ আগস্ট এবং ৩১ আগস্ট লাদাখের প্যাংগং লেকের একাংশ যেভাবে চিনের সেনা অনুপ্রবেশের চেষ্টা করে তা নিয়ে বিরক্ত ভারত সরকার। এরপর থেকেই চিনকে সবক শেখাতে সীমান্তগুলিতে সেনা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের অভিযোগ চিনের সঙ্গে সীমান্ত নিয়ে একাধিক চুক্তি এবং শর্ত হয়েছিল। কিন্তু সে সব লঙ্ঘন করে চিন লাদাখে তাদের সেনা ব্যবহার বাড়িয়েছে। একদিকে যখন কূটনৈতিক স্তরে এবং সেনাবাহিনীর মধ্যে আলাপ আলোচনা চলছে, তারই মধ্যে সীমান্তে চিনের সেনাবাহিনী যেভাবে মুভমেন্ট করছে তাকে ভালোভাবে নিচ্ছে না ভারতীয় সেনা। যদিও চিনের তরফে সীমান্ত শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে দুপক্ষই বোঝাপড়ার মধ্য দিয়ে এগোবে বলে বিবৃতি দেওয়া হয়েছে।
যদিও বাস্তবে সেই বিবৃতি কতটা সফল হবে তা অবশ্য নির্ভর করছে তাদের সেনাবাহিনীর উপরে। কেননা গত কয়েক দিনের লাদাখ সীমান্তে সেনাবাহিনীর মুভমেন্ট কে খুব ভালো হবে নেয় নি ভারত সরকার। ঠিক সেই কারণেই অরুণাচল সীমান্তে বাহিনী বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।