এক নজরে

আজ মস্কোয় বৈঠকে চিন- ভারত

By admin

September 10, 2020

কলকাতা ব্যুরো: লাদাখে সম্মুখ সমরে দুই দেশের সেনার উত্তেজনা প্রশমনে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসছেন দুই দেশের বিদেশ মন্ত্রী। বর্তমানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে মস্কো গিয়েছেন সংগঠনের সঙ্গে যুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা। সেই বৈঠকেই আজ সন্ধ্যায় ভারতের বিদেশমন্ত্রী পৃথকভাবে আলোচনায় বসছেন চিনের বিদেশ মন্ত্রীর সাথে। যেভাবে আগস্ট শেষ সপ্তাহ থেকে দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা বাড়ছে, তাতে এখনই এই বৈঠক জরুরি বলে মনে করছেন কূটনীতিকরা।

যদিও এর আগে মস্কোতে সব দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে গত সপ্তাহেই চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন রাজনাথ সিং। কিন্তু তারপরেও উত্তেজনা কমেনি। আজ দুই দেশের মুখোমুখি বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর আবার রাশিয়ার সঙ্গে ভারত ও চীনের বৈঠক হতে পারে।