এক নজরে

নিয়ন্ত্রণ রেখায় স্থায়ী কাঠামো করবে না চিন: সিদ্ধান্ত সেনা বৈঠকে

By admin

September 23, 2020

কলকাতা ব্যুরো: ভারত ও চিনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে আর কোনো স্থায়ী কাঠামো করবে না চিন। দুই দেশের ষষ্ঠ সামরিক পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা প্রত্যাহারে অবশ্য রাজি নয় চিন। তবে দুই দেশই অবশ্য ঠিক করেছে, আর বাড়ানো হবে না সেনা। আলোচনার মাধ্যমে সীমান্ত উত্তেজনা প্রশমনের চেষ্টা জারি থাকবে। চলবে সেনা পর্যায়ের বৈঠকও।

এদিকে রাষ্ট্রসঙ্ঘের ৭৫ তম বর্ষপূর্তির বিশেষ অধিবেশনে শান্তির বার্তা দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শিংপিং। তিনি বলেন, চিন কোনও ঠান্ডা যুদ্ধ বা উত্তপ্ত যুদ্ধের পক্ষে নয়। কোনো দুটি দেশের মধ্যে সমস্যা থাকতেই পারে। কিন্তু আলোচনার মাধ্যমেই সেই সমস্যা মেটানোর চেষ্টা করা উচিত। তিনি বলেন, কোনো দেশের ওপর আধিপত্য বা প্রভাব তৈরি উদ্দেশ্য নয় চিনের।