কলকাতা ব্যুরো: কোয়াড্রা নিয়ে বৈঠক হলো ভারত ও আমেরিকার। আমেরিকা, অস্টেলিয়া, জাপান ও ভারতের মধ্যে গড়ে উঠেছে এই চতুর্ভূজ। দক্ষিণ চিন সাগরে সামরিক সজ্জা থেকে দেশগুলির মধ্যে আরো ভালো বোঝাপড়ার স্বার্থেই তা গড়ে তোলা হয়েছে। এদিন এনিয়ে বৈঠক করেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইকেল আর পম্পিওর মধ্যে। দুই দেশই এই বোঝাপড়াকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেই মত দিয়েছে।
Previous Articleসাত মাস পরে আসানসোলে এসেই স্বমহিমায় বাবুল
Next Article আজ রাত থেকে শহরে বৃষ্টির পূর্বাভাস