এক নজরে

ইন্ডিগোর বিমানে ফের বিপত্তি

By admin

July 29, 2022

কলকাতা ব্যুরো: বড়সড় বিপদ এড়াল ইন্ডিগোর বিমান। টেক অফের সময় রানওয়ে থেকে পিছলে সোজা কাদায় অসম থেকে কলকাতাগামী বিমান। জোড়হাট থেকে কলকাতা আসছিল বিমানটি। ওড়ার ঠিক আগের মুহূর্তে আচমকা ঝাঁকুনি দিয়ে বিমান দাঁড়িয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানের কর্মীরাই যাত্রীদের উদ্ধার করেন। প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলেই জানিয়েছে বেসরকারি বিমান সংস্থা।

বৃহস্পতিবার দুপুরে অসমের জোড়হাট থেকে ৯৮ জন যাত্রী নিয়ে কলকাতা আসার কথা ছিল বিমানটির। রানওয়ে ধরে এগোনোর সময়ে আচমকাই চাকা পিছলে যায়। পাশের জমিতে পিছলে পড়ে। বৃষ্টির কারণে মাটি নরম থাকায় বিমানের চাকা মাটিতে গেঁথে যায়। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে সকলেই সুস্থ রয়েছেন। ওই বিমানটি অবশ্য রাতে আর ওড়েনি।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এএআই) একজন আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, জোড়হাট-কলকাতা রুটের ইন্ডিগো 6E-757 ফ্লাইটটি প্রযুক্তিগত সমস্যার কারণে জোড়হাটে বেশ কয়েক ঘণ্টা আটক ছিল। পরে বিমানটি বাতিল করা হয়েছিল। কী কারণে এহেন দুর্ঘটনা ঘট, তা জানতে এক বিশেষজ্ঞ দলও গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে কোনও সমস্যা চোখে পড়েনি বলেই খবর।