এক নজরে

অরুণাচলে ইউরেনিয়াম খোঁজেও ভারতের চিন্তা চিন

By admin

March 18, 2021

মৈনাক শর্মাভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার ঐক্যবদ্ধ কোয়াড সম্মেলনের পরই এলএসির কাছে অরুণাচলে ইউরেনিয়ামের খোঁজ শুরু ভারতের। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাটমিক ডিরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ সংস্থার প্রধান ডি কে সিনহা জানান, ইউরেনিয়ামের খোঁজে সম্মতি দেয় দিল্লি। যদিও এর আগে ২০১৬ সালেই অরুণাচলের সি ইয়মি জেলার মেচুখায় ইউরেনিয়ামের খোঁজ শুরু করে দিল্লি। যোগাযোগের জন্য মার্কিন বিমান সি ১৩০ জের ব্যবহারও করা হবে বলে জানিয়েছেন এ এম ডি কর্তা।

এই খবর সামনে আসতেই চিন-ভারতের সম্পর্ক নিয়ে শোরগোল ওঠে বিশ্বে। এই কিছু দিন আগেই দুই দেশের মধ্যে বহু দিন চলা সীমানা বি সাময়িক নিষ্পত্তি হয়েছে। আবার তার মধ্যেই ভারতের এই সিদ্ধান্ত আবারো প্রশ্নের মুখে ফেলছে দিল্লি ও বেজিংয়ের সম্পর্ক। তবে চিনা মাধ্যম সরাসরি কোনো প্রতিক্রিয়া না আসলেও, অরুণাচলে দিল্লীর ইউরেনিয়াম সন্ধান করার সিদ্ধান্তকে বেআইনি বলে দাবি করে চিন সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস্। কারণ তিব্বত দখলের পর থেকেই অরুণাচলকে তিব্বতের দক্ষিণ অংশ হিসাবে বার বার দাবি করে চিন। এই জন্যেই অরুণাচলের বিভিন্ন প্রকল্পে বিশ্ব ব্যাংকের বিনিয়োগেও বাঁধা তৈরি করে বেজিংয়ের বিদেশ নীতি। অরুণাচলের বেশ কিছু এলাকায় চিনা লাল ফৌজের অনুপ্রবেশেরও অভিযোগ উঠেছে বার বার।

চিনকে রুখতে কোয়াড! যার জেরে বর্তমানে মজবুত ভারতের বিদেশ নীতি। আবার চিনের তরফে ইয়ার্লং বা ব্রহ্মপুত্র নদীর উপর ডাম্প তৈরির প্রকল্প ঘোষণার পরই ভারতের এই সিদ্ধান্ত দিল্লীর তরফে চিনকে জবাব বলে মত বিশ্লেষকদের। তবে দিল্লির জবাবের প্রভাব আবার কতদিন সীমায় শান্তি রক্ষা করবে তা নিয়ে সৃষ্টি হয়েছে জল্পনার।