কলকাতা ব্যুরো: ভারতে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত হবে তা শীঘ্রই ঘোষণা করবে কেন্দ্র। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছিলেন, মেয়েদের বিয়ের বয়স কত হওয়া উচিত তা নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্র। বিয়ে ও মাতৃত্ব, মা ও শিশুর পুষ্টির মতো অনেকগুলি বিষয় খতিয়ে দেখেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন সংগঠনের তরফে বলা হয়, কমিটির রিপোর্ট এখনো এলো না কেন ? আর শুধুমাত্র বিয়ের বয়স বাড়ালেই হবে না তাদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে ভারতে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর। কিন্তু অভাবের তাড়নায়, নিরাপত্তার স্বার্থে এখনো অনেক পরিবারই তার চেয়ে কম বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেন।
এদিন মোদী জানান, খুব শীঘ্রই কমিটির রিপোর্ট জমা পড়বে। তারপর এবিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে কেন্দ্র।
Previous Articleসরকারের কাছে লেখা চিঠির সংকলন প্রকাশ করবে বাম-কংগ্রেস
Next Article বাজার উথাল-পাতাল, সচেতন থাকুন
Related Posts
Add A Comment