সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট
মাসের শুরু থেকেই বাজার যে দ্রুত গতিতে বাড়ছে তাতে দীপাবলিতে বাজার অল টাইম হাই দেখাতে পারে। ১১৯৫০ এর উপরে দুদিন যদি নিফটি ট্রেড করে তবে বাজার কিন্তু ১২২০০ ভেঙ্গে নতুন হাই দেখাবে। আজও দিনের শুরু থেকেই ব্যাঙ্কিং ইনডেক্স এবং ফিনান্সিয়াল সেক্টর নিজের গতিতেই বাড়তে শুরু করে। আই সি আই সি আই এবং এইচ ডি এফ সি আজও গতকালের মতো ইনডেক্স কে বাড়াতে সহায়তা করে। আজ ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমেরিকায়। আমেরিকা ইনডেক্স ন্যাসডাক প্রায় ২‰ উপরে ট্রেড করছে। আগামীকাল ভারতীয় বাজার আবার ও কিছুটা উপরে যাবে এই আশা করা যায়।

দিনের শেষে কোন কোন ইনডেক্স / সেক্টর কতটা ( কমলো/ বাড়ল ) তা একবার দেখেনি:

নম্বরইনডেক্সক্লোসিং প্রাইস( + / – ) %পয়েন্টদিনের সর্বচ্চদিনের সর্বনিম্ন
নিফটি১১৮১৩.৫০১.২৪১৪৪.৩৫১১৮৩৬.২০১১৭২৩.৩০
সেনসেক্স৪০২৬১.১৩১.২৭  ৫০৩.৫৫৪০৩৫৪.৭৩৩৯৯৫২.৭৯
ব্যাঙ্কনিফটি২৫৬৮২.৮০  ৩.১৭৭৯০.৩০
নিফটি ব্যাঙ্ক.১৭%
নিফটি ফিনান্সিয়াল .১৪%
নিফটি মেটাল.২৪%

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 74.40 ( -0.02 ), GBPINR Rs. 97.14 ( -0.92 ), EURINR 87.27 (+0.56 ) , JPYINR Rs. 71 ( +0.00 ).

গতকাল সোনার দর ছিল ৫১০৬৭ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৫১৪৩০ (০.৭১% ) টাকা । যা গতকালের তুলনায় ৩৬৩ টাকা বেশি ( রাত ৯তা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬২০০৭ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৬২৪৯০ ( ০.৭৮% ) টাকা । যা গতকালের তুলনায় ৪৮৩ টাকা বেশি ( রাত ৯তা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)


শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version