এক নজরে

Indian Railways: রাজ্যে জারি ‘জাওয়াদ’ সতর্কতা, বাতিল ১৪৪ টি ট্রেন

By admin

December 03, 2021

কলকাতা ব্যুরো: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। তাই আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলো ভারতীয় রেল। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের তরফে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শালিমার ইয়ার্ডে ইতিমধ্যেই রেলের চাকা শিকল দিয়ে বেঁধে রাখার ছবি সামনে এসেছে। বাতিল হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেনও।

সূত্রের খবর, পূর্ব রেলের তরফে মোট ৯৫টি ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আছড়ে পড়ার আগে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল ভারতীয় পূর্ব রেল। এ দিন রেলের তরফে ট্যুইট করে লেখা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জওয়াদ ওড়িশা উপকূলে আছড়ে পডতে পারে। সাবধানতার কারণে বিভিন্ন স্টেশন থেকে ছাড়া পূর্ব উপকূলীয় রেলের প্রায় ৯৫ টি ট্রেন বাতিল করা হচ্ছে।

অন্যদিকে, দক্ষিণ পূর্বে রেল সূত্রে খবর, আগামী ৩ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর রেলের আপ ডিভিশনের ২৭টি ও ডাউনের ২২ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল হয়েছে, হাওড়া-পুরী এক্সপ্রেস, দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস।

এছাড়াও বাতিল করা হয়েছে, বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-গুয়াহাটি,কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস,চেন্নাই-হাওড়া মেল, অমরাবতী এক্সপ্রেস, তিরুচিরাপল্লি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস,  আনন্দ বিহার-পুরী নন্দন কানন এক্সপ্রেস, ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস।