কলকাতা ব্যুরো: বেসরকারি ট্রেন চালানোর পরিকল্পনা একদম কাজে লাগেনি। টেন্ডার ডেকেও সেভাবে সাড়া মেলেনি বলেই রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছিল। এবার অন্য় এক পরিকল্পনা নিল রেলমন্ত্রক । জানা যাচ্ছে পর্যটন শিল্পের স্বার্থে এবার ট্রেনের আস্ত কামরা ভাড়া দিতে চায় ভারতীয় রেল। দেশের বিভিন্ন সাংস্কৃতিক, ধর্মীয় এবং অন্যান্য পর্যটন সার্কিটে পর্যটকদের দ্রুত পৌঁছে দিতে এই অভিনব পরিকল্পনা এনেছে রেল।
সম্প্রতি রেলমন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে পর্যটন ক্ষেত্রের সম্ভাবনাকে কাজে লাগাতে বিস্তারিত পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এর মধ্য়ে রয়েছে পর্যটনের বিপণন, আতিথেয়তা, পরিষেবা ক্ষেত্র এবং পর্যটন সার্কিটের বিকাশ। এই কাজে পেশাদার সংস্থাগুলির অভিজ্ঞতা এবং ভাগীদারি চাওয়া হবে। এর জন্য ভারতীয় রেল দেশের যেকোনও সার্কিটে ট্রেনের কামরা ভাড়া দেবে। কোনও সংস্থা চাইলে আস্ত কামরা ভাড়া নিয়ে পর্যটকদের ঘোরাতে নিয়ে যেতে পারবেন। যদিও একসময় এই ব্য়বস্থা চালু ছিল ভারতীয় রেলে।
অপরদিকে, বেসরকারি ট্রেন পরিষেবা সংক্রান্ত পরিকল্পনা আরও ঢেলে সাজানো হচ্ছে। আগের টেন্ডারে আরও কয়েকটি শর্ত ও ছাড় দিয়ে নতুন করে বিডিং প্রক্রিয়া আনতে চলেছে। প্রাইভেট ট্রেন অপারেটরদের ট্যাক্স ছাড়ের একটা বিষয় থাকবে। এছাড়াও রেলের কোচ ও ইঞ্জিন তৈরির ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হতে পারে। রেলের দাবি, করোনা মহামারীর জন্যই প্রথমবার টেন্ডারে সাড়া মেলেনি।