এক নজরে

LPG price reduced: একধাক্কায় অনেকটা দাম কমলো গ্যাস সিলিন্ডারের

By admin

January 01, 2022

কলকাতা ব্যুরো: বছরের শুরুর দিনই এল সুখবর। একধাক্কায় অনেকখানি কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ১ জানুয়ারি অর্থাৎ আজ থেকেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ১০০ টাকারও বেশি।

জাতীয় তেল প্রস্তুতকারী সংস্থাগুলির তরফে জানানো হল, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার দাম ১০২ টাকা ৫০ পয়সা কমল। মূল্যহ্রাসের জেরে রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ১ হাজার ৯৯৮ টাকা ৫০ পয়সায়। এমন ঘোষণায় স্বাভাবিক ভাবেই খাবারের হোটেল, রেস্তরাঁ মালিকরা বছরের শুরুতে স্বস্তির নিশ্বাস ফেলছেন। তবে ঘরোয়া ব্যবহারের ১৪.২ কেজি এবং ৫ ও ১০ কেজির সিলিন্ডারের মূল্য অপরিবর্তিতই থাকল।

গত মাসের গোড়াতেই একলাফে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ফলে গত ১ ডিসেম্বর থেকে দিল্লিতে ১৯ কেজির এই সিলিন্ডারের দাম দাঁড়ায় ২ হাজার ২০০ টাকায়। যা ছিল এযাবৎকালে সর্বোচ্চ। চড়া দামে রীতিমতো মাথায় হাত পড়ে যায় রেস্তরাঁ মালিকদের। সেখান থেকে এবার অনেকটাই কমল মূল্য।

প্রসঙ্গত, প্রতি মাসের প্রথমদিনই বাণিজ্যিক ও ঘরোয়া সিলিন্ডারের দাম স্থির করে জাতীয় তেল প্রস্তুতকারী সংস্থাগুলি। পর্যালোচনার পর ঠিক হয়, গ্যাস সিলিন্ডারের দাম বাড়বে নাকি কমবে নাকি অপরিবর্তিত থাকবে, তা নির্ধারিত হয়। গত ১ নভেম্বর যেমন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ২৬৬ টাকা। পুজোর আগেও বৃদ্ধি পেয়েছিল মূল্য।

পাশাপাশি অতিমারী আবহে দেশে জ্বালানি গ্যাসের দামও লাগাতার বেড়েছে। তবে নভেম্বরে উৎপাদন শুল্ক কমায় অনেকটা কমে পেট্রল ও ডিজেলের মূল্য। আর এবার কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারও।